Barak Valley

বন্যার জল কেড়ে নিলো ৭ বছরের এক শিশুর প্রাণ

পাঁচগ্রাম : এবারের বন্যার জল কেড়ে নিলো এক ৭ বছরের শিশুর তরতাজা প্রাণ৷ এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকালে, কালীনগর ৬ষ্ট খন্ডে৷ জানা গেছে, পাঁচগ্রাম কালীনগর ৬ষ্ট খন্ডের সিতাংশু রঞ্জন দাসের ছেলে ধ্রুবজিৎ দাস নামের শিশুটি অন্যদের সঙ্গে সড়কের পাশে খেলছিল৷ হঠাৎ শিশুটি জলের প্রবল বেগের মধ্যে পড়ে৷ দুর্ভাগ্যবশত তখন জলের স্রোতে সে ভেসে যায়৷ মুহূর্তে ধ্রুবজিত ফুলে উঠা নদীর বন্যার জলে তলিয়ে যায়৷ খবর পেয়ে SDRF বাহিনীর দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়৷ কিছুক্ষণ পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়৷ তবে ততক্ষণে সব শেষ, ধ্রুবজিতের নিথর দেহ তারা খুঁজে পান৷ SDRF বাহিনী মৃত শিশুটিকে পুলিশের কাছে সমঝে দেয়৷ শিশু ধ্রুবজিতের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Show More

Related Articles

Back to top button