বন্যা পরিস্থিতিতে কালোবাজারি না করার হুঁশিয়ারি জেলাশাসকের
করিমগঞ্জ : ভারত-বাংলা সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদী বুধবার বিকেলেই বিপদসীমা অতিক্রম করেছে৷ ফলে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন এলাকায় জল প্রবেশ করে৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন বিভাগীয় কর্তারা৷ তবে পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কোনও অভাব হবে না বলে জানান, জেলাশাসক মৃদুল যাদব৷ গুয়াহাটি ও শিলচরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে৷ কোনওভাবেই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই বলে জানান জেলাশাসক৷
বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন বলে স্পষ্ট জানান জেলাশাসক মৃদুল যাদব৷ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে পাশে রেখে জেলাশাসক বলেন, দিবারাত্রি নদীতীরবর্তি এলাকা ও টাউন কালীবাড়ি সংলগ্ন বিসর্জন ঘাট পুলিশি প্রহরা রয়েছে৷ মোতায়েন করা হয়েছে SDRF বাহিনীও৷ জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে জেলা প্রশাসন৷ আগামী এক সপ্তাহের পেট্রোল-ডিজেল মজুর রয়েছে৷ তাছাড়া প্রায় ৪০ দিনের চাল প্রশাসনের হাতে রয়েছে৷ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও রন্ধন গ্যাস সিলিন্ডারের কোন অভাব হবে না বলে বৃহস্পতিবার জানান জেলাশাসক৷ বলেন, সোনাপুর পুরোপুরি বন্ধ হয়নি, ফলে গাড়ি চলাচল করছে এবং নিত্যসামগ্রী গুলো আসবে৷ বন্যা পরিস্থিতিতে নিত্যসামগ্রীর অতিরিক্ত মূল্য বৃদ্ধি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে যেমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তেমনি গুজবে কান না দিতে পরামর্শ দেন জেলাশাসক মৃদুল যাদব৷