বরথলে পাঞ্চজন্য সাহিত্য আড্ডা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়
পাঞ্চজন্য রায়, মর্জাৎকান্দি : বদরপুর শিক্ষাখণ্ডের ৮৫৭ নং বরথল অসম কেশরী এলপি স্কুলে গণরাজ্য দিবসে ‘পাঞ্চজন্য সাহিত্য আড্ডা’ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়৷ এদিন বিদ্যালয়ের কচিকাঁচাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে অসমিয়া গীত, নৃত্য, কবিতা পাঠ, বাংলা গান পরিবেশিত হয়৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এত সুন্দর কর্মক্ষমতা দেখে পাঞ্চজন্য কমিটির কর্মকর্তারা তাদেরকে পুরষ্কৃত করেন৷ অসমিয়া গানের তালে তালে শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরাও নৃত্যে অংশগ্রহণ করতে দেখা যায়৷ এদিন পাঞ্চজন্য কমিটির পক্ষে সংবাদ মাধ্যমে তাদের কর্মসূচি ও উদ্দেশ্য তুলে ধরেন শান্তনু বন্দোপাধ্যায়, ধ্রুবজ্যোতি ঘোষ, স্বরাজ নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দীপ ভট্টাচার্য, শিক্ষক রবীন্দ্র বরা, পরিচালন সমিতির সভাপতি ধর্মেন্দ্র চুতিয়া বিভিন্ন প্রতিযোগিতায় ভালো কর্মক্ষমতা ও দক্ষতা দেখিয়েছে আয়োষী, আরাধ্যা বন্দোপাধ্যায়, গানে যশমিতা নিলাঘ্য ভট্টাচার্য, সাগরিকা, অল্পিতা, কোয়েল, পূর্ণরাম, যোগমায়া, চান্দনী, সুরজিৎ, প্রাঞ্জল, বিপাশা, রোহন, রোপম, অক্ষয় চুতিয়া প্রমুখ৷