Barak Valley

বরাকবঙ্গের উদ্যোগে যোগব্রত রায়ের স্মরণসভা করিমগঞ্জে

করিমগঞ্জ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে প্রয়াত যোগব্রত রায়ের স্মৃতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ রবিবার স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে আয়োজিত সভায় প্রথমে করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতির সম্পাদক নীলজকান্তি দাস স্বাগত ভাষণ দেন৷ এরপর সভাপতি সৌমিত্র পাল সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন৷ স্মরণসভায় প্রত্যেক বক্তা প্রয়াত রায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন৷ যোগব্রত রায়ের সঙ্গে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের যে আন্তরিক যোগাযোগ ছিল, সেটা বিভিন্নজনের বক্তব্যে ফুটে ওঠে৷ করিমগঞ্জে অনুষ্ঠিত প্রতিটি অধিবেশনে তাঁর নিষ্ঠা ও দক্ষতার পরিচয় পাওয়া যেত৷ তাছাড়াও যোগব্রত রায় বিভিন্ন সংগঠনের সঙ্গে যে জড়িত ছিলেন এবং খুবই যত্ন সহকারে তাঁকে দেওয়া দায়িত্ব পালন করে গেছেন, তাও এই স্মরণসভায় তুলে ধরা হয়৷

স্মরণসভায় কেন্দ্রীয় সমিতির সভাপতি রাধিকারঞ্জন চক্রবর্তী প্রয়াত যোগব্রত রায়ের কর্মজীবনে যে সততার পরিচয় দিয়ে গেছেন, তা উল্লেখ করেন৷ এছাড়া, জেলা সমিতির সভাপতি অরবিন্দ পাল প্রয়াত যোগব্রত রায়ের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করেন৷ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন প্রয়াত যোগব্রত রায়৷ সভায় তা তুলে ধরে বক্তব্য রাখেন বিমানবিহারী সিনহা৷ প্রয়াত যোগব্রত রায়ের কর্মজীবন ছিল শিক্ষকতা৷ সেখানেও নিষ্ঠা ও দায়িত্বপরায়ণতার যে ছাপ তিনি রেখে গেছেন, তা উল্লেখ করে বক্তব্য রাখেন ভিকমচান্দ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী দত্ত৷ যোগব্রত রায়ের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নন্দিতা রায় ও সুশোভন চৌধুরী৷ উভয়ের বক্তব্যেই ফুটে উঠে পরিবারের ওপর সুষ্ঠুভাবে পালন করা তাঁর দায়িত্ব এবং কর্তব্যের কথা৷ পিতার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করে গেছেন বলেও জানান তাঁরা৷ প্রয়াত যোগব্রত রায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন মনোজকুমার দাস৷ ভারতীয় রেডক্রসের সঙ্গে যোগব্রত রায়ের যে নিবিড় সম্পর্ক ছিল, সেটাও তুলে ধরেন তিনি৷

এছাড়া স্মরণসভায় বক্তব্য রাখেন সুলেখা দত্তচৌধুরী, কমলেন্দু দত্তচৌধুরী, সুমনা নন্দীরায়, পূর্ণেন্দু রায়চৌধুরী, মাশুক আহমদ, হরিকেশ ভট্টাচার্য, নেপালকৃষ্ণ ধর, বিশ্বনাথ চৌধুরী, মলয়কান্তি চৌধুরী, বিশ্বনাথ মজুমদার ও রঞ্জন ভট্টাচার্য৷ স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সব্যসাচী রায়, ঝুমা দাস, বিভাস দাস, সুশান্ত চৌধুরী, অরূপ রায়, অমৃতলাল বণিক, বিজয়ভূষণ চক্রবর্তী প্রমুখ৷ সভার শেষে প্রয়াত যোগব্রত রায়ের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়৷

Show More

Related Articles

Back to top button