Barak Valley

বরাকবঙ্গের করিমগঞ্জ জেলা সমিতির সভায় বিভিন্ন প্রস্তাব গৃহীত

করিমগঞ্জ : পুনর্গঠিত হল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ জেলা সমিতি৷ রবিবার বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে বরাক বঙ্গের করিমগঞ্জের সব আঞ্চলিক সমিতির কর্মকর্তা-প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ বিদায়ী জেলা সভাপতি বিনোদ লাল চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বস্মতিক্রমে জেলা সমিতির আগামী কার্যকালের কর্মকর্তা মনোনীত করা হয়৷ নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন অরবিন্দ পাল৷ সম্পাদক পদে রয়েছেন নন্দকিশোর বণিক৷ নতুন সমিতি আগামী দু’বছর করিমগঞ্জ জেলা সমিতির কাজকর্ম পরিচালনা করবে৷

এদিন সভার শুরুতে বিগত সমিতির কাজকর্মের হিসেব পেশ করেন জেলা সম্পাদক নিশিকান্ত ভট্টাচার্য৷ পরবর্তীতে ২০২৪-২৬-র জন্য নতুন সমিতি গঠন করা হয়৷ সমিতির সহ সভাপতি হিসেবে রয়েছেন সব্যসাচী রায়, নিশিকান্ত ভট্টাচার্য, দয়ালচন্দ্র সরকার ও সুবীরবরণ রায়৷ সহ-সম্পাদক হিসেবে রয়েছেন বজলুর রহমান, নিরোজিৎ দাস ও মৃত্যুঞ্জয় চক্রবর্তী৷ কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে অমৃতলাল বণিককে৷ সাহিত্য সম্পাদক জাহিদ রুদ্র ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে রণধীর রায়কে মনোনীত করা হয়েছে৷ এছাড়া কার্যকরী সদস্য হিসেবে থাকছেন বিনোদ লাল চক্রবর্তী, সুলেখা দত্তচৌধুরী, বিবেকানন্দ মহন্ত, নির্মলকুমার সরকার, সুব্রতকুমার পাল, মাশুক আহমেদ, অসিতবরণ পাল, ধীমানকুমার চক্রবর্তী, হিমাংশু শেখর দেবরায়, আজমল হোসেন, সেলিম আহমদ খান, উত্তমকুমার সেনগুপ্ত, টিঙ্কু গুপ্ত, পিঙ্কু চন্দ, পার্থ সোম ও দিবাকর দাস৷

এদিকে, আগামী ১৮ জানুয়ারি করিমগঞ্জের দ্বিবার্ষিক কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপস্থাপন ও আলোচনার জন্য এদিনের সভায় বর্তমান পরিস্থিতিতে বরাক তথা অসমের বাঙালির পরিচয় সঙ্কট-সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন সমস্যা, সঙ্কট সম্পর্কে বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়৷ উল্লেখ, ১৮-২১ জানুয়ারি করিমগঞ্জে বরাক বঙ্গের ৩০তম কেন্দ্রীয় অধিবেশন অনুষ্ঠিত হবে৷

Show More

Related Articles

Back to top button