Barak Valley
বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভা ৩১শে

শিলচর পিএনসি 28, আগষ্ট -বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার একটি সভা আগামী বৃহস্পতিবার ৩১ আগষ্ট বেলা এগারোটা ত্রিশ মিনিটের সময় সংস্থার সুভাষ নগরস্থ অস্থায়ী কার্যালয়ে (পরিতোষ পাল চৌধুরীর বাস ভবন)অনুষ্ঠিত হবে। সভায় সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এতে সংস্থার সকল সদস্যদের উপস্থিতি থাকতে সংস্থার সভাপতি হারাণ দে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই লস্কর এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।