Barak Valley
বরাক বঙ্গের দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা
করিমগঞ্জ : বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩০তম দ্বিবার্ষিক অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন৷ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে অধিবেশনের সূচনা হবে৷ শোভাযাত্রা করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে ফের মাঠে এসে শেষ হবে৷
এদিন শহিদ স্মারক ও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত মনিষীদের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে৷ এরপর বেলা ১১:৩০টায় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হবে সাংগঠনিক প্রতিনিধি সভা৷ এতে আগামী দু’বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে৷ মূল অনুষ্ঠান শুরু হবে ১৯ জানুয়ারি থেকে৷ ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের যবনিকা পড়বে ২১ জানুয়ারি৷