Barak Valley
বরুয়ালায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক ৩
রামকৃষ্ণনগর : ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে আটক করল রাতাবাড়ি পুলিশ৷ রাতাবাড়ি থানার OC উত্তম অধিকারীর নেতৃত্বে বরুয়ালা এলাকায় ওই অভিযান চালায় পুলিশ৷ অনুমান, এগুলোর বাজারমূল্য ৫ লক্ষাধিক টাকা৷ গোপন সূত্রের ভিত্তিতে OC উত্তম অধিকারী ও নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজপ্রতাপ সিংহ বরুয়ালা এলাকার রামকৃষ্ণনগর থেকে AS 10 E 5132 নম্বরের অল্টো গাড়ি থেকে ৩ পাচারকারী সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হন৷ ধৃতরা হল — ডলুরবন্দ এলাকার মিফতারুল হক (২২), আসারুল হক (২৯) এবং খলাগ্রামের আব্দুল মনাফ (৫০)৷ আটকের পর তাদের রাতাবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ৷ বর্তমানে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ৷ সোমবার তাদের করিমগঞ্জ জেল আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে৷