Barak Valley

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২২তম বইমেলার উদ্বোধন করিমগঞ্জে

  • ‘বইয়ের বিকল্প বই’ শ্লোগান দিয়ে শুরু হল করিমগঞ্জ বইমেলা
  • বই শুধু information দেয় না, সঙ্গে থাকে interpretation : তৈমুর

করিমগঞ্জ : সাদামটাভাবে শুরু হয়েছে ২২তম করিমগঞ্জ বইমেলা৷ মঙ্গলবার টাউল কালীবাড়ি রোডের সহচরীর মাঠে ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়েছে৷ বই নিয়ে অনীহা রয়েছে বর্তমান প্রজন্মের একাংশের মধ্যে৷ বই থেকে দূরত্ব রেখে চলেছে তারা৷ তবুও হাল ছাড়ছে না মেলা আয়োজক কমিটি৷ বইয়ের প্রতি বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করার প্রয়াস চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ বই মেলা কমিটি৷ কীভাবে বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো যায় এ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অভিমত তুলে ধরেন বক্তারা৷

দু’দিন আগে শিলচরে শেষ হয়েছে সরকার পরিচালিত বইমেলা৷ মেলায় প্রথমদিকে গ্রাহক না থাকলেও শেষের দিকে উপচে পড়া ভিড় দেখা গেছে৷ আর ওই মেলা শেষ হওয়ার পর এবার করিমগঞ্জে শুরু হয়েছে বইমেলা৷ এ বার মেলা কমিটির সভাপতি সতু রায়৷ নবপ্রজন্মকে কীভাবে বই পড়ার প্রতি আকৃষ্ট করা যায় প্রথম থেকেই এর ওপর জোর দিয়ে আসছিলেন সতুবাবু৷ এমনকি মেলার উদ্বোধনের দিন যুব প্রজন্মকে মাঠে আনার প্রয়াস নিতেও পরামর্শ দেন কমিটির বাকি সদস্যদের৷ কিন্তু উদ্বোধনের সময় গরহাজির যুব প্রজন্ম৷ হাতেগোনা দর্শক নিয়ে শুরু হয় মেলার উদ্বোধন৷

সতু রায় বলেন, পঠন-পাঠনে আগ্রহ কমছে যুব প্রজন্মের৷ এটি নিশ্চয়ই হতাশাজনক৷ যুব প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট হতে হবে৷ এজন্য বরাকজুড়ে বরাকজুড়ে বইমেলার আয়োজন করতে হবে বলে মন্তব্য করেন সতুবাবু৷ প্রাক্তন অধ্যাপক নির্মল সরকার বলেন, বিভিন্ন দেশে মাতৃভাষায় উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে৷ কিন্তু ভারতে এমন বিশেষ সুবিধা নেই৷ তিনিও বই পড়ার প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে কমে যাওয়া নিয়ে উষ্মা ব্যক্ত করেন৷ এমনকি বর্তমান প্রজন্মকে বই পড়া নিয়ে আকৃষ্ট করতে নানা পরামর্শও দেন৷ এদিনের সভায় বক্তব্য রাখেন সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী, বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্র দেব, সহচরীর চেয়ারম্যান সুব্রত দেব প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী৷ অনুষ্ঠান পরিচালনা করেন সুনীতা গোস্বামী৷

Show More

Related Articles

Back to top button