Barak Valley

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মদনমোহন আখড়ায় হরিনাম সংকীর্তণ সমাপ্ত

করিমগঞ্জ : বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ বছর শ্রীশ্রী রাধামদন মোহন জিউর মন্দিরে বার্ষিক ১২০ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হল৷ এ উপলক্ষে মঙ্গলবার সকালে মদন মোহন জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ এদিনের শোভাযাত্রা পুরাতন স্টেশন রোড, স্টেশন রোড, সুভাষনগর, হাসপাতাল রোড, থানা রোড, মেন রোড হয়ে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের মদন মোহন জিউর মন্দিরে এসে সমাপ্ত হয়৷ এই কয়টি দিন মন্দিরে দিবারাত্রি মন্দিরে নাম সংকীর্তণ হয়েছে৷ মঙ্গলবার ছিল তার অন্তিম দিন৷ এ উপলক্ষে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ না করে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন৷ উৎসব কমিটির তরফ থেকে জানানো হয় প্রতি বছরের মতো এবারও ১২০ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়৷ মকর সংক্রান্তির রাত থেকে ১২০ প্রহর শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ উদযাপন শুরু হয়৷ এই ক’দিন কীর্তন পরিবেশন করে ছিলেন রাধা গিরিধারী সম্প্রদায় (রায়গঞ্জ), কৃষ্ণগোপাল সম্প্রদায় (কোচবিহার), রাই বিনোদিনী সম্প্রদায় (রানাঘাট), গৌর সুন্দর সম্প্রদায় (হোজাই), মা বাসন্তী সম্প্রদায় (শিলিগুড়ি), মহানাম সম্প্রদায় (কোচবিহার)৷ সোমবার পর্যন্ত নাম সংকীর্তণ চলে৷ মঙ্গলবার মহোৎসবের আয়োজন করা হয়৷

Show More

Related Articles

Back to top button