বর্ণাঢ্য শোভাযাত্রা, ব্যানার, হোর্ডিংয়ে ছয়লাপ গোটা করিমগঞ্জ
করিমগঞ্জ : অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে করিমগঞ্জ শহর রামময়৷
এদিকে, সারা শহর গেরুয়া ও রামের পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে৷ ব্যক্তিগত ভাবে লোকের বাড়িতে, দোকানে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, বাইক, গাড়ি সল সব ধরনের যানবাহনে রামের পতাকা লাগিয়েছেন৷ এদিকে, করিমগঞ্জের বিজেপি নেতারা সমস্ত শহরে রাম মন্দিরের ছবি দিয়ে বড় বড় হোর্ডিং, ব্যানার লাগিয়েছেন৷
এদিকে, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে করিমগঞ্জ শহরের প্রতিটি মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে৷ তার মধ্যে প্রতিদিন রাম, লক্ষণ, সীতা ও হনুমান সাজিয়ে শোভাযাত্রা বের করা হচ্ছে৷ শহরের চারদিকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি ও রামের গান শোনা যায়৷ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রবিবার বেশ কয়েকটি শোভাযাত্রা বের করা হয়৷
সকাল ১১টা নাগাদ বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে চরবাজারের গৌড়ীয় মঠ থেকে এক শোভাযাত্রা বেয করা হয়৷ বেলা ১২টা নাগাদ বনমালি থেকে আন্তঃরাষ্ট্রীয় বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়৷
এছাড়া, ২১ নং ওয়ার্ডের শিববাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে রাম, লক্ষণ, হনুমান ও সীতা সাজিয়ে শোভাযাত্রা বের করে সমস্ত ওয়ার্ড পরিক্রমা করে৷ ১২ নং ওয়ার্ডে এক শোভাযাত্রা বের হয়৷ ১৭ নং ওয়ার্ডের বনমালি এলাকা থেকে একইভাবে শোভাযাত্রা বের করে বনমালি ও সুভাষনগর এলাকা পরিক্রমা করে৷
এদিন ইন্দিরা কলোনি থেকে রাম রথ নিয়ে এক শোভাযাত্রা বের হয়৷ রবিবার লঙ্গাইঘাট জিপি ও বাজারঘাট জিপি সম্মিলিত প্রয়াসে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়৷