বাঁশের ফুল সংক্রমণ প্রতিরোধে হাইলাকান্দিতেও সর্তকতা
হাইলাকান্দি ১৩ মে : রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলায়ও বাঁশের ফুল সংক্রমণ প্রতিরোধে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জেলার কোন স্থানে বাঁশের ফুল জাতীয় সংক্রমণ দেখা দিলে তা অবিলম্বে কৃষি বিভাগের নজরে আনতে আবেদন জানানো হয়েছে। রাজ্যের কোন কোন স্থানে এ ধরনের সংক্রমণ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলায়ও এই সতর্কতা জারি করা হয়েছে। সোমবার হাইলাকান্দির জেলা কৃষি আধিকারিক এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলা বন আধিকারিক অখিল দত্ত এবং জেলার কৃষি ফিল্ড স্টাফরা অংশ নেন। সভায় জেলার বাঁশ চাষী এবং জনসাধারণকে এসম্পর্কে সচেতন থাকার আবেদন জানানো হয়। উল্লেখ্য বাঁশের ফুল সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের জারি করা এডভাইসারি অনুসারে ফুল দেখা দেওয়া বাঁশ অবিলম্বে কেটে দিতে হবে এবং বাঁশ ঝাড়ে পরিবেশবান্ধব কীটনাশক ছড়িয়ে দিতে হবে।