বাংলাদেশি গরু চোরের ধারালো দায়ের কোপে করিমগঞ্জের চাম্পাবাড়িতে আহত দুই
পাথারকান্দি : আজ বুধবার ভোরে একদল বাংলাদেশি গরু চোরের হামলায় আহত হয়েছেন করিমগঞ্জ জেলার পুতনি গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর চাম্পাবাড়ি ৭ নম্বর ওয়ার্ডের দুই যুবক। আক্রান্তদের কুকিল সাঁওতালের ছেলে সন্তোষ সাঁওতাল ও বাবুল সাঁওতালের ছেলে বিধান সাঁওতাল বলে পরিচয় পাওয়া গেছে।
আহতরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে তারা প্রাতর্ভ্রমণে বেরিয়ে বাগানের টিলালাইন এলাকায় পৌঁছানোর পর তাদের নজরে পড়ে পাশের চা বাগানে কয়েকটি গরু সহ কতিপয় মানুষ অবস্থান করছে। তাদের ধারণা হয়, অপরিচিত মানুষগুলো নিশ্চয় গরু চোর হবে। তখন সন্তোষ সাঁওতাল বিষয়টি তার মোবাইল ফোনের মাধ্যমে বাগানের মানুষকে জানাতে যায়।
এমন সময়ে চোরেরা ছুটে এসে তাদের ওপর ধারালো দা নিয়ে হামলা চালিয়ে দেয়। এতে একজনের মাথায় ও অপরজনের হাতে দায়ের কোপ পড়ে। দা দিয়ে হামলা চালিয়ে চোরেরা সন্তোষের মোবাইল ফোনের হ্যান্ডসেট ছিনিয়ে গরু ছেড়ে গা ঢাকা দেয়।
খবর পেয়ে জিপি সভানেত্রী নমিতা চাষা (গোয়ালা) ও কংগ্রেস নেতা শচিন সাহু স্থানীয়দের সহাকয়তায় আহতদের উদ্ধার করে পাথারকান্দি সামূহিক হাসপাতালে নিয়ে আসেন। এখানে প্রাথমিক চিকিত্সার পর উভয়কে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিত্সক।
পাথারকান্দি থানার ওসি সমরজিত্ বসুমাতারি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের এক দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।
এদিকে চুরি যাওয়া মোবাইলে ফোন করলে বাংলাদেশি চোরেরা গরু সমঝে দিয়ে মোবাইল নিয়ে আসার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওসি জানান, এতে স্পষ্ট, চোরেরা সীমান্তের এপারে কোথাও অবস্থান করছে। তাই তাদেরকে ভারতীয় পরিষেবার ভিতরে পাওয়া যাচ্ছে।