Barak Valley

বাংলাদেশ পাচারের পথে করিমগঞ্জের লক্ষ্মীপুর সীমান্তে উদ্ধার ২১টি মহিষ

ইদের আগে সীমান্তে সক্রিয় পশু পাচারকারী চক্র

করিমগঞ্জ : বাংলাদেশ পাচারের পথে আন্তর্জাতিক সীমান্ত থেকে ফের মহিষ উদ্ধার করেছে বিএসএফ। বুধবার ভোর রাতে করিমগঞ্জ জেলার অন্তর্গত লক্ষ্মীপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে থেকে ২১টি মহিষ উদ্ধার করেছে বিএসএফ-এর ১৩৪ নম্বর বাহিনী।

বিএসএফের তরফে জানানো হয়েছে, উদ্ধারকৃত মহিষগুলির বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। মহিষ পাচারে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য়ের ভিত্তিতে গতকাল রাতে লক্ষ্মীপুরের সোনাতলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তীব্র অভিযান চালান ১৩৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। এক সময কাঁটাতারের পাশে গভীর জঙ্গল থেকে মহিষ উদ্ধার হলেও, এগুলোর পাচারে জড়িত কাউকে পাকড়াও করতে সক্ষম হয়নি বিএসএফ।

উল্লেখ্য, সীমান্ত দিয়ে কাঁটাতারের ফেন্সিং কেটে অহরহ গবাদি পশু পাচার হচ্ছে । গত তিন মাসে বাংলাদেশে পাচারের আগে করিমগঞ্জ সীমান্ত থেকে ৫৪টি মহিষ উদ্ধার করেছে বিএসএফ।

Show More

Related Articles

Back to top button