BARAK VALLEY
বাগেরসাঙ্গনে থেকে ১ কোটির ড্রাগস ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, গ্রেফতার ২

বাগরসাঙ্গন : মাদক বিরোধী অভিযানে বড়ধরনের সাফল্য পেয়েছে করিমগঞ্জ সদর পুলিশ। শনিবার রাতে উত্তর করিমগঞ্জের বাগেরসাঙ্গনে অভিযান চালিয়ে এক কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে নামে সদর পুলিশের একটি দল। অভিযানে নেমে বাগেরসাঙ্গন থেকে দুই মাদক কারবারিকে আটক করে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবাগুলির আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক এক কোটি টাকা। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।
করিমগঞ্জ পুলিশের জনৈক আধিকারিক এ খবর দিয়ে জানান, ধৃত দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক কারবারের লিংক পুলিশ খতিয়ে দেখছে, জানান তিনি।