Barak Valley

বাঙালির অধিকার আদায়ে নবনির্মাণ সেনার ধর্ণা করিমগঞ্জে

করিমগঞ্জ : বায়োমেট্রিকের নামে বাঙালিদের আধার কার্ড আটকে রাখার বিরুদ্ধে ৭ ঘন্টার ধর্মঘটে করিমগঞ্জ কাঁপাল বাঙালি নবনির্মাণ সেনা৷ মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র IOC point-এ হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগানে এলাকা কাঁপিয়ে তুলেন সংগঠনের কর্মকর্তারা৷

তারা বলেন, দীর্ঘদিন থেকে অসমে NRC এবং Biomatric-র নামে বাঙালিদের তীব্র হেনস্থা করা হচ্ছে৷ কৌশল করে ধীরে ধীরে বাঙালিদের আধার কার্ডের সমস্যা ধরিয়ে দিয়ে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি সুষ্ঠ নাগরিকত্ব হননেরও ঘৃণ্য ষড়যন্ত্র চলছে৷ বারবার বাঙালি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা সরকারকে জানিয়েও কোনও সাড়া পাওয়া যাচ্ছে না৷ তারা বলেন, বর্তমান সরকার NRC-র নামে বরাক উপত্যকার একবড় মাপের হিন্দু বাঙালিদের হেনস্থা করছে৷

হিন্দু বাঙালিদের সুরক্ষা প্রদানের নামে বর্তমান সরকার বার বার ভুয়ো প্রতিশ্রুতি দিয়েও আধার কার্ড, ডি ভোটারের নামে আজও হিন্দু বাঙালিদের তীব্র হেনস্থা করা হচ্ছে৷ বাঙালিদের নিঃশর্ত ভূমি ক্রয়ের অধিকার সহ নাগরিকত্ব প্রদানের দাবিও উত্থাপন করা হয় এদিনের ধর্মঘটে৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে বার বার বাঙালিদের ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে বিভিন্ন ভাবে এই আন্দোলন চলবে বলেও এদিন সাফ জানান বাঙালি নবনির্মাণ সেনার কার্যকর্তারা৷

এদিন ধর্ণা কার্যসূচিতে উপস্থিত ছিলেন বাঙালি নবনির্মাণ সেনার সর্বভারতীয় সভাপতি প্রিতম দেব, কাছাড় জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, করিমগঞ্জ জেলার সাধারণ সম্পাদক দেবাশিষ ঘোষ ছাড়াও কার্যকর্তারা৷

Show More

Related Articles

Back to top button