বাজারিছড়ায় লঙ্গাই নদীতে নিখোঁজ গৃহবধূ, উদ্ধার অভিযান এসডিআরএফ-এর
বাজারিছড়া : বাড়ি লাগোয়া লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন স্থানীয় এক গৃহবধূ। এ ঘটনায় ব্যাপক উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া এলাকায়। বাজারিছড়া পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযানে নেমেছে এসডিআরএফ।
উদ্বেগজনক ঘটনাটি সংঘটিত হয়েছে আজ রবিবার সকালে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়ায়।
জানা গেছে, আজ সকালে লোয়াইরপোয়ার ১৮ নম্বর লাইনের বাসিন্দা জনৈক কানাইলাল রবিদাসের ৩৫ বছর বয়সি স্ত্রী গায়ত্ৰী রবিদাস প্রতিদিনের মতো মোটরস্ট্যান্ড সংলগ্ন লঙ্গাই নদীতে স্নান করতে নামেন। কিন্তু আচমকা নদীর জলে তলিয়ে যান তিনি।
যথাসময় বাড়ি না ফেরায় পরিবারের লোকদের মধ্যে উত্কণ্ঠা ছড়ায়। পরে নিখোঁজ গৃহবধূর স্বামী কানাইলাল নদীর ঘাটে গিয়ে দেখেন পারে তাঁর স্ত্রীর বালতি এবং কাপড়-চোপড় রয়েছে। অথচ স্ত্রী গায়ত্রী লাপাত্তা। বিষয়টি লোকমুখে চাউর হলে স্থানীয়রা নদীতে নেমে নিখোঁজ গৃহবধূর তালাশি চালিয়ে তাঁর কোনও সন্ধান পাননি।
খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়। খবর পেয়ে পুলিশ জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের অধীন এসডিআরএফ নিয়ে আসে। তাঁরা বেশ কয়েক ঘণ্টা নদীর জলে নেমে নিখোঁজ মহিলাকে উদ্ধার অভিযান চালান। কিন্তু সন্ধে পর্যন্ত নদীর জলে তলিয়ে যাওয়া গায়ত্রীর কোনও হদিশ পাননি তাঁরা।
এদিকে এ ঘটনার পর স্থানীয় অনেকেই বলেছেন, এই ঘাটটি এলাকায় ডিবাবা ঘাট নামে পরিচিত। এখানে বিগত কয়েক বছরে স্নান করতে নেমে বহিঃরাজ্যের এক মোটর চালক সহ বিভিন্ন বয়সের প্রায় সাত জনের সলিল সমাধি ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে পরের দিন বা দুদিন পর তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে নদীর নীচে বাঁকে বা কোনও ঝোঁপঝাড়ে। এখানে কোনও অপদেবতা বিরাজ করছে বলে অনেকে ধারণা করলেও সচেতন মহলের বক্তব্য, ওই ঘাটের নীচে রয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর। এখানে স্নান করতে নেমে সাঁতার না-জানা অনেকে পা পিছলে নদীর গভীরে তলিয়ে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন।