Barak Valley

বাড়ি-বাড়ি গিয়ে বন্যার্তদের খোঁজ নিচ্ছেন বিজয়, করছেন আর্থিক সাহায্যও

রামকৃষ্ণনগর : শুক্রবার ফের বন্যাপীড়িতদের খোঁজ নিতে রামকৃষ্ণনগর বিধানসভার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক বিজয় মালাকার৷ সদ্য ডিলিমিটেশনে অন্তর্ভুক্ত হওয়া নগেন্দ্রনগর জলমগ্ন এলাকার বেশ কয়েকটি বাড়ি ও আশ্রয় শিবিরে থাকা ভুক্তভোগী জনগণের খোঁজখবর নেন তিনি৷ খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের ত্রাণসামগ্রীরও ব্যবস্থা করে দিলেন তিনি৷ শুধু এই নয়, বিধায়ক এদিন প্রায় ১৫০ জন মহিলাকে রন্ধন গ্যাসের জন্য আর্থিক সাহায্যও প্রদান করেন৷

শুক্রবার অন্যান্য স্থানের সঙ্গে কুদালি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যা সম্পর্কে অবগত হন৷

এদিন বিধায়ক সাংবাদিকদের বলেন, ঈশ্বর তাঁকে সব দিয়েছেন৷ আর জনগণের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা৷ তিনি সেই সুযোগ পেয়েছেন৷ তাই জনগণের সেবা করে যাচ্ছেন৷ বলেন, এরাই তাকে বিধায়ক বানিয়েছেন৷ এদের জন্য যা করার সেটাই কম বোধ করেন তিনি

মালাকার বলেন, শুধু সু-সময়ে পাশে থাকা কোনও নেতার কাজ নয়৷ দুঃসময়েও পাশে থাকা সবচেয়ে বড় দায়িত্ব নেতাদের৷ সেজন্য তিনি নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন৷

অন্যদিকে, বন্যাকবলিত এলাকাবাসী বলেন, এর আগে কোন বিধায়কের দেখাই মিলতো না৷ কাজ করা তো দূরের কথা৷ এছাড়া অন্তর্ভুক্ত হওয়া নতুন এলাকাবাসী বলেন, এখনও তিনি বিধায়ক হন নি, তারপরও তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন৷ সেজন্য, বিধায়ককে গ্রামবাসীরা কৃতজ্ঞতা জানান৷

Show More

Related Articles

Back to top button