বানভাসি মানুষের পাশে বিধায়ক বিজয়

আনিপুর : অবিরাম বর্ষণের ফলে রাতাবাড়ির বিভিন্ন গ্রাম বন্যার কবলে৷ বানভাসি মানুষের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ মঙ্গলবার সকাল থেকে রাত অবধি বন্যায় আক্রান্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন বিধায়ক৷ রামকৃষ্ণনগর অঞ্চলের বন্যাপ্লাবিত আনন্দপুর, দেবদ্বার, মোকমটিলা, সমৃদ্ধিপুর, ছোটোকাণা গ্রাম পরিদর্শন করে বন্যাক্রান্তদের খোঁজখবর নেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বন্যাক্রান্তদের জন্য শিবির ও ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেন৷ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বিধায়কের সঙ্গে ছিলেন বিজেপি ভৈরবনগর মন্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, সহ-সভাপতিদ্বয় দেবেশ দাস ও শেখর চন্দ্র দাস, মন্ডল সদস্য অপূর্ব দাস, SC মোর্চার মন্ডল সভাপতি সুরমণি সরকার, সহ-সভাপতি নিগমানন্দ ভারতী, শক্তিকেন্দ্র প্রমুখ সঞ্জিত দাস, বিপুল দাস, বুথ সভাপতি প্রদ্যুৎ কান্তি দাস, মনোতোষ দাস, দেবব্রত দাস, যুবমোর্চার নীতিশ চক্রবর্তী, দিপু রায়, সুধাংশু দাস, বেনু দাস, মৃদুল দাস, ভজন লাল দাস, সুদর্শন দাস সহ দলীয় কার্যকর্তাবৃন্দ।