বাবামণি-মামণির মহাসমাধি দিবস পালন করিমগঞ্জে
করিমগঞ্জ : ধর্মীয় মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে করিমগঞ্জ অখণ্ড মণ্ডলীতে পালন করা হল অখণ্ড মন্ডলেশ্বর শ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং তাঁর স্থলাভিষিক্তা মহাসন্ন্যাসিনী শ্রীসংহিতা দেবীর মহাসমাধি উৎসব৷ শ্রীবাবামণি ও শ্রীমামণির মহাসমাধি দিবস উপলক্ষে শনিবার সকাল ৮টায় করিমগঞ্জের অখণ্ড মন্ডলী ভবনে সমবেত ওঙ্কার উপাসনার আয়োজন করা হয়৷ আবহাওয়া অনুকূলে থাকায় প্রচুর ভক্ত সমাগম হয় উপাসনায়৷ উপাসনার পর শুরু হয় দিনব্যাপী হরিওঁ মহানাম সংকীর্তন৷ ছিল মহাপ্রসাদের ব্যবস্থাও৷ সন্ধ্যায় শ্রীবিগ্রহে অঞ্জলি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷ বাবামণি ও মামণির আশ্রিত ভক্তরা গোটা দিন হরিওঁ কীর্তনে মুখরিত করেন চারপাশ৷ উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মঙ্গলবার ছিল মামণির মহাপ্রয়াণ দিবস৷ মণ্ডলী ভবন প্রাঙ্গণে ওইদিন উদয়াস্ত নীরব নামজপ করেন ভক্তরা৷ সন্ধ্যা ৭টায় সমবেত উপাসনার মাধ্যমে শেষ হয় ওইদিনের কর্মসূচি৷ এরপর ২১ এপ্রিল রবিবার বাবামণির মহাপ্রয়াণ দিবসে ভক্তরা সকাল ৮টায় প্রথমে সমবেত উপাসনা করেন৷ এছাড়া ওইদিনই ছিল অখণ্ড সংগঠনের স্তম্ভ স্বরূপ শ্রীস্নেহময় ব্রহ্মচারীর জন্মদিন৷ যিনি ভক্তদের কাছে শ্রীভাইদা হিসেবে সুপরিচিত ছিলেন৷ তাঁর জন্মদিন উপলক্ষেও সন্ধ্যায় বিশেষ সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়৷