Barak Valley

বারইগ্রামে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান, গাড়ি

নিলামবাজার : বারইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দোকান সহ ২টি গাড়ি৷ ঘটনাটি ঘটেছে বারইগ্রামের পার্শ্ববর্তী কাঁঠারগুলে সোমবার সকালে৷

কাঁঠারগুল গ্রামের কৃষকরা এদিন সকালে ক্ষেতে যাওয়ার সময় দেখতে পান ওই দোকানে আগুন লেগেছে৷ তাঁরা চিৎকার করতে শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন৷ খবর দেন নিলামবাজার দমকল বাহিনীকে৷

দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা দোকান সহ একটি গ্যারেজকে গ্রাস করে ফেলে৷ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে স্থানীয় শিক্ষক অপুলাল নমঃশূদ্রের একটি অল্টো গাড়ি সহ তাঁর ভাইয়ের একটি এপি গাড়ি পুড়ে যায়৷ ব্যবসায়ী সুমিত দে-র দোকানও পুড়ে গিয়েছে বলে জানা গেছে৷ খবর পেয়ে বারইগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করলেও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷

Show More

Related Articles

Back to top button