Barak Valley

বারইগ্রামে বিশ্ব যোগ দিবস পালিত

বারইগ্রাম : সারা বিশ্বের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বারইগ্রামেও বিশ্ব যোগ দিবস পালিত হয়৷ ‘মহা সম্পর্ক অভিযান’কে সামনে রেখে শনবিল-বারইগ্রাম মন্ডল বিজেপি বারইগ্রাম জাতীয় সড়ক প্রাঙ্গণে যোগ দিবসের নানা কর্মসূচি পালিত হয়৷

এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে দিনটির তাৎপর্য তুলে ধরেন মন্ডল সভাপতি অমৃত পাল৷ অংশ নেন স্থানীয় নেতা দিলীপ শর্মা চৌধুরী, বাদল পাল, বাসন্তী দে ও উপ সভাপতি প্রীতম দত্ত৷

যোগ প্রশিক্ষক জয়ন্ত দত্ত বলেন, ‘বিভিন্ন রোগ থেকে নিরাময়ের লক্ষ্যে যোগাভ্যাসকে বেছে নিয়ে আন্তর্জাতিক যোগ দিবসে সামিল হচ্ছেন বিশ্বের নানা দেশের নাগরিকরা৷’ ওঙ্কার ধ্বনি ও গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠানের সূচনা করেন যোগ প্রশিক্ষক৷

আমন্ত্রিত অতিথি রাধারমণ আশ্রমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রেস ক্লাব, করিমগঞ্জের সম্পাদক বলেন, আজকের দিনে গোটা বিশ্বে এক মঞ্চে যোগা৷ প্রাচীন কাল থেকে মুণি ঋষিরা যোগের মাধ্যমে যোগ নিরাময় করে যাচ্ছেন৷ প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রসংঘের মাধ্যমে যোগাভ্যাস গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার পর এখন পালিত হচ্ছে৷ তিনি আরও বলেন, সুস্থ থাকতে ওষুধের উপর নির্ভর না করে প্রতিদিন সূর্য প্রণাম করার আহ্বান জানান৷ এদিন আমন্ত্রিত অতিথি ও যোগ প্রশিক্ষককে উত্তরীয় ও উপহার দিয়ে সম্মান জানানো হয় বিজেপির পক্ষ থেকে৷

Show More

Related Articles

Back to top button