বারইগ্রামে রেকর্ড ভাঙা ভক্ত সমাগম
নিলামবাজার : বিগত দিনের সব রেকর্ড ভেঙে হাজার হাজার ভক্ত সমাগমে শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৯ তম আবির্ভাব উৎসব পালিত হল৷ সোমবার সকালে প্রভুর পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে শুরু হয় অনুষ্ঠান৷ মঙ্গলবার ছিল মঙ্গলবাতি প্রজ্বলন সহ প্রভাতী অনুষ্ঠান৷ বিশেষ আকর্ষণ হিসেবে শ্রীশ্রী গীতাযজ্ঞে একই সঙ্গে গীতা পাঠ করেন ১০৮ জন৷ দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করেন প্রায় ২০ হাজার ভক্ত৷ এদিকে কয়েক শতাধিক ভক্তকে দীক্ষা দেন আশ্রমের বৈষ্ণব প্রধান প্রণবানন্দদাস বাবাজি৷ সন্ধ্যায় বিশেষ আকর্ষণ ছিল বিশ্বমঙ্গল কামনায় ১০৮টি প্রদীপ নিয়ে মন্দির পরিক্রমা৷ শেষে রাধাকুণ্ডে ভাসানো হয় প্রদীপগুলি৷ পরিক্রমায় নেতৃত্ব দেন আশ্রমের বৈষ্ণব প্রধান প্রণবানন্দদাস বাবাজি৷ সবশেষে সমবেত উপাসনা ও আবির্ভাব উৎসব শেষ হয়৷ বুধবার ছিল নন্দ উৎসব ও ৩ দিনের উৎসবের শেষ দিন৷ এদিন সকালে নগর পরিক্রমা সহ নানা কর্মসূচি সমাপ্তি ঘটে৷ উৎসব সফল হওয়ায় শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম পরিচালন কমিটি অভিনন্দন জানিয়েছেন ভক্তকুলকে৷