Barak Valley

বারইগ্রামে শ্রীশ্রী রাধারমণ জিউর আবির্ভাব তিথি পালিত

বারইগ্রাম : হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে বারইগ্রাম আশ্রমে সম্পন্ন হল প্রভুপাদ রাধারমণ জিউর ৩ দিবসীয় আবির্ভাব উৎসব৷ এতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷

সোমবার ছিল শুভ আমন্ত্রণ অধিবাস৷ মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত চলছে নানা মাঙ্গলিক অনুষ্ঠান৷ এদিন সকালে শ্রীশ্রী গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরু মহিমা পাঠ ও শ্রীশ্রী গীতা যজ্ঞ সহ প্রভুপাদ ১০৮ রাধারমণ গোস্বামীর পূজার্চনা ও অঞ্জলি প্রদান হয়৷ দুপুরে ছিল মহাপ্রসাদ বিতরণ৷ বিকালের অনুষ্ঠানে ছিল বরিষ্ট শিষ্য স্মারক সম্মান ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সন্ধ্যায় ছিল শ্রীশ্রী প্রভুপাদের স্তব আরতি, ভজন সংগীত ও উপাসনা৷ বুধবার ভোরবেলা নগর পরিক্রমা সহ মঙ্গলারতি ও নন্দোৎসবের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি হয়৷

Show More

Related Articles

Back to top button