Barak Valley

বারইগ্রাম শ্রীশ্রী রাধারমণ জিউর আশ্রমে দুর্গাপূজোর প্রস্তুতি সম্পন্ন

বারইগ্রাম : প্রতি বছরের মতো এবারও বারইগ্রামের ঐতিহ্যবাহী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে দুর্গাপূজোর আয়োজন করা হয়েছে৷ পুজো উপলক্ষে আশ্রমকে সাজিয়ে তোলা হয়েছে৷

জানাগেছে, প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামীর প্রচেষ্টায় গ্রামের জনগণের সহযোগিতায় ১৯৫৬ সালে বৃহত্তর বারইগ্রাম এলাকায় প্রথম সর্বজনীন দুর্গাপূজার সূচনা হয় আশ্রমে৷ সেই পুজো আজও চলছে৷ সে সময় বারইগ্রাম এলাকার পালপাড়া দত্তপাড়া নঘরিয়া গ্রামে বাড়ির পুজো ছাড়া কোনও সর্বজনীন পুজো হত না৷ পুজোর ৪ দিন নিয়ম করে প্রসাদ বিতরণ, আরতি ও হরিনাম কীর্তন হবে৷ পাশাপাশি চলবে মালসী গান ও ঠাঠ গানও৷ তাছাড়া রয়েছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও৷

এবারও পুজো কমিটিতে মুখ্য উপদেষ্টা পদে আছেন আশ্রমের প্রধান সেবাইত প্রণবানন্দ দাস বাবাজি, সভাপতি পদে রয়েছেন রঞ্জিতকুমার দাস৷ সাধারণ সম্পাদক পদে আছেন রাজদীপ দাস ও সুনয়ন দাস৷

Show More

Related Articles

Back to top button