বারাসতে পদ্ম ফোটাতে মরিয়া প্রচার বিধায়ক কৃষ্ণেন্দু পালের
পাথারকান্দি : দলীয় হাইকমান্ডের নির্দেশে বরাকের গেরুয়া শিবিরের একঝাঁক নেতৃত্বের সঙ্গে ঘাসফুল দূর্গে পদ্ম ফোটাতে দলীয় প্রার্থীর হয়ে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও৷ গত ক’দিন ধরে বরাকের বিজেপি নেতৃত্বদের সঙ্গে তিনি ২০২৪ লোকসভা নির্বাচনে ৭ম পর্বে ভারতীয় জনতা পার্টির তারকা প্রচারক হিসাবে আরও একবার প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে পা রাখেন কৃষ্ণেন্দু৷ রাজ্যের অন্যতম বারাসত লোকসভা কেন্দ্রে দলের মনোনীত প্রার্থী স্বপন মজুমদারের হয়ে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন বিধায়ক৷ এতে প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে পথ সভা সহ দলীয় বিভিন্ন কর্মীসভায় সরজমিনে উপস্থিত হচ্ছেন৷ লাগাতার বৈঠকে বসে কর্মীদের দিচ্ছেন মূল্যবান পরামর্শও৷
সেখানে এক নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি বলেন, জনগণ উন্নয়নের নিরিখে ভোটাধিকার প্রয়োগ করতে চাইছেন৷ পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ এবার ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মোদীর পাশে রয়েছেন৷ এবং রাজ্যের ৪২টি আসনের মধ্যে এবার অর্ধেকের বেশি আসন পাবে বিজেপি৷ কেন না তাঁর মতে, বিগত ২০১৯ সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে মোট ১৮টি আসন পেয়েছিল৷ এ বার এই সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদী তিনি৷ উল্লেখ্য, আগামী ১ জুন লোকসভা নির্বাচনের ৭ম পর্বে পশ্চিমবঙ্গের বারাসাত কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ মোট ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই আসনে ১৩ লক্ষ ৯৩ হাজার ২৭ জন ভোটার রয়েছেন৷