বার্মিজ সুপারির লরি আটক
পাথারকান্দি : পুলিশের সিগন্যাল অমান্য করে সন্দেহযুক্ত বার্মিজ সুপারি বার্মিজ সুপারি বোঝাই লরি নিয়ে দ্রুতবেগে পালিয়ে গেলেও শেষরক্ষা হল না ২ পাচারকারির৷ গাড়িটি পাথারকান্দি থানার পুলিশের সহযোগে ধরা পড়ে৷ জানা গেছে, মঙ্গলবার রাতে ১টি মিনি লরি মিজোরাম সীমান্ত পেরিয়ে অসমের রাঙামাটি এলাকায় পৌঁছে যথারীতি পাথারকান্দি অভিমুখে রওয়ানা হয়ে নাগ্রা ওয়াচপোস্টে পৌঁছায়৷ তখন কর্তব্যরত পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক পুলিশকে সিগন্যাল অমান্য করে বেরিয়ে যায়৷ এতে পুলিশও অন্য গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে৷ পরে পাথারকান্দি পুলিশও গাড়িটি ধরতে সাহায্য করে৷ এতে অবস্থা বেগতিক দেখে চালক লরিটি জাতীয় সড়কের পরিবর্তে চাঁদখিরা বিকল্প সড়ক ধরে টিলাবাড়ি হয়ে পাথারকান্দি থানার পাশ্ববর্তী কাবাড়িবন্দ লঙ্গাই নদীর ব্রিজের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়৷ এতে ধরা পড়ে লরিটি৷ আটক করা হয় চালক ও সহচালকেও বুধবার দুপুরে গাড়িটি নিজেদের জিম্মায় নেয় বাজারিছড়ার নাগ্রা পুলিশ৷