Barak Valley

বিএসএফ-র সুরক্ষাবলয় ভেদ করে বাইক নিয়ে ভারতে বাংলাদেশি যুবক

করিমগঞ্জ : ইদের প্রাক মুহূর্তে আতঙ্ক সীমান্ত জেলায়৷ প্রশ্নচিহ্নের মুখে আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা৷ ল্যান্ড পোর্টের দায়িত্বে থাকা বিএসএফ-র ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে৷

বুধবার বিকেলে সুতারকান্দি-শেওলা ল্যান্ড পোর্ট দিয়ে মোটর সাইকেল নিয়ে বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তে প্রবেশের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছেন বিএসএফ-র শীর্ষ আধিকারিকরা৷ এদিকে, খবর পেয়ে সন্ধ্যায় সীমান্তে ছুটে যান করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, সদর ওসি ভবেন দিহিঙ্গিয়া সহ সদর সার্কল অফিসার জয় ক্রিস্টিনা নামলাই৷ যদিও এনিয়ে কিছু বলা হয়নি পুলিশ সহ বিএসএফ-র পক্ষ থেকে৷

সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আনুমানিক ৪:৪০ মুশলধারে বৃষ্টির সময় সুতারকান্দি-শেওলা বন্দরের ভারতীয় বিএসএফের দু’টি ছাউনিতে দায়িত্বে ছিলেন ১৬৭ নং বিএসএফের ৯ জওয়ান৷ তখন তাঁরা কোন কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশ-সিলেট ডিভিশনের বিয়ানিবাজার শেওলা সীমান্ত দিয়ে ১৩৬২ নং পিলার হয়ে তিন-তিনটে ব্যারিকেড টপকে সিলেটের রেজিস্ট্রেশন থাকা লাল রঙের বাইক দ্রুত গতিতে অতিক্রম করে সুতারকান্দি বন্দর৷ চাউনি থেকে বিএসএফ জওয়ানরা দৌড়ে পিছু ধাওয়া করলেও ততক্ষণে ২য় ছাউনি অতিক্রম করে ফকিরাবাজারের দিকে পালিয়ে যায় যুবকটি৷ এরপরই শুরু হয় হট্টগোল সুতারকান্দিতে৷

সঙ্গে সঙ্গে চেক করা হয় সুতারকান্দি আইসিপির সিসিটিভি ফুটেজ৷ কিন্তু সেখানে সিসিটিভি বিকল থাকার দরুন কোন তথ্য পাওয়া যায় নি৷ এরপর ফকিরাবাজার এবং সেটেলমেন্ট এলাকার ২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজে মাথায় হেলমেট, পিঠে ব্যাগ সহ রেনকোট পরিহিত যুবকের জাতীয় সড়ক ধরে করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করার ঘটনা ধরা পড়ে৷ কিন্তু রাত ১১টা পর্যন্ত আর কোনও তথ্য মেলেনি৷

শহরের একাধিক স্থানে তল্লাশি চালায় সদর পুলিশ৷ নাকা চেকিং বসানো হলেও প্রতিবেদন পাঠানো পর্যন্ত কোনও সাফল্য আসেনি৷ বিএসএফের তরফে ঘটনার সত্যতা স্বীকার করা হলে ৫২ বিজিবি-র পক্ষে এনিয়ে কিছু বলা হয়নি৷ বৃহস্পতিবার এনিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে সূত্রে জানা গেছে৷

করিমগঞ্জ জেলার সুতারকান্দি সীমান্ত সুরক্ষায় বিএসএফের ২টি চেক গেট রয়েছে৷ ১ম গেটে চেকিংয়ের পর প্রায় ৩০০ মিটার দূরত্বে রয়েছে আরেকটি চেকপোস্ট৷ এই দু’টি চেকপোস্ট পার করে আসা-যাওয়া করতে হয় যাত্রীদের৷

অন্যদিকে, জিরো পয়েন্টের ১৩৬২ নং পিলারের ওপারে বর্ডার গার্ড বাংলাদেশের একটি চেক গেট রয়েছে৷ দু’দেশের মধ্যে আসা-যাওয়ার ক্ষেত্রে যে কোনও ব্যক্তিকে এই ৩টি চেক পোস্ট অতিক্রম করতে হয়৷ কিন্তু ৩টি চেক পোস্ট অতিক্রম করে সীমান্ত থেকে শহরে প্রবেশের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে করিমগঞ্জে৷ এদিকে, জানা গেছে, পলাতক যুবকের বাইকটি উদ্ধার করেছে পুলিশ৷

Show More

Related Articles

Back to top button