Barak Valley
বিকলাঙ্গ যুবককে হুইল চেয়ার দিল ভারত বিকাশ পরিষদ

করিমগঞ্জ : বিশেষ সক্ষম জনৈক যুবককে হুইল চেয়ার প্রদান করেছে ভারত বিকাশ পরিষদের করিমগঞ্জ শাখা।
আজ বুধবার ওপেন হ্যান্ড এবং ভারত বিকাশ পরিষদের যৌথ উদ্যোগে নিলামবাজারের বাহাদুরপুর গ্রামের বিশেষ সক্ষম অক্রর দাসকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। প্রসঙ্গত অক্রর সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত। ভারত বিকাশ পরিষদের সদস্যরা তার বাড়ি গিয়ে হুইলচেয়ারটি প্রদান করেছেন।
সে সময় উপস্থিত ছিলেন পরিষদের করিমগঞ্জ শাখার সভাপতি নেপালকৃষ্ণ ধর, সম্পাদক নন্দকিশোর বণিক, উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক (সম্পর্ক) বিশ্বজ্যোতি দে, সুব্রত চৌধুরী, সুবীর রায়, অনুপ বণিক, উৎপল দেব লালা, সত্যব্রত দাস, দিবাকর দাস, মঞ্জুশ্রী দাস প্রমুখ।