বিকল্প সুড়ঙ্গ পাঁচগ্রাম জাতীয় সড়কে, বন্ধ যান চলাচল
পাঁচগ্রাম : পাঁচগ্রাম জাতীয় সড়কে বিশাল সুড়ঙ্গ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো যান চলাচল৷ বিমানযাত্রী ও মেডিক্যাল রোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি৷ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাহন৷ ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাকের দুটি জেলা৷ গত দু’দিনের বরাকের গর্জনে পাঁচগ্রাম জাতীয় সড়কে বিশাল সুড়ঙ্গ তৈরী হওয়ায় আজ সন্ধ্যা থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয় শিলচর-করিমগঞ্জ সহযোগী জাতীয় সড়ক৷ আর এতে অন্যান্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে করিমগঞ্জ জেলা৷ শুক্রবার দিনে এই রাস্তা দিয়ে যান চলাচল করলেও রাত ৮টার পর থেকে প্রশাসন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয় এই রাস্তা৷
এদিকে, এই রাস্তা বন্ধ হওয়ার ফলে মেডিক্যাল কলেজে যাওয়া রোগী ও শিলচর বিমান বন্দর যাওয়ার জন্য যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন৷
এদিকে, বিকল্প রাস্তা হিসাবে কালাইন হয়ে যাওয়া রাস্তাও আপাতত বিপজ্জনক৷ কারণ শিলচর ইঅ্যান্ডডি কলোনির সম্মুখে জল জমা থাকার কারণে প্রশাসন যান চলাচলে কিছুটা নিয়মকানুন বেঁধে দিয়েছে৷ উভয়দিকের রাস্তায় জটিলতা দেখা দেওয়ার ফলে করিমগঞ্জের জনগণ বেশ বিপাকে পড়েছেন৷
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জাতীয় সড়কে বেহাল অবস্থার জন্য পাঁচগ্রামে দু’টি বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়৷ এনিয়ে করিমগঞ্জের সচেতন মহল কিছুদিনের জন্য বিকল্প হিসাবে পাঁচগ্রাম পেপার মিলের ভেতর দিয়ে যাওয়া রাস্তাটি চালু করে দেওয়ার জন্য দুই জেলা জেলাশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷