Barak Valley

বিকল হলে আর সারাই করা যাবে না শ্মশানের ইলেকট্রিক চুল্লি : কমলাক্ষ

করিমগঞ্জ, ২৫ আগস্ট : শেষবারের মতো ঠিক করা হয়েছে ব্রজেন্দ্র রোড শ্মশানের ইলেকট্রিক চুল্লি৷ গুজরাট থেকে কারিগর এসে ঠিক করে দিয়েছেন চুল্লিটি৷ ফলে এবার আমাদের সাবধান থাকতে হবে৷ চুল্লিটি নষ্ট হলে আর সারাই করা যাবে না৷ এনিয়ে কথা বলবো পৌরসভা সহ উন্নয়ন পরিষদের সঙ্গে৷ তাঁদের দায়িত্ব নিতে হবে৷ এমনকি চুল্লিটির দায়িত্ব কোন সংস্থাকে সঁপে দিতে হবে৷ শুক্রবার শ্মশানে দাঁড়িয়ে এ কথা জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷

মূলত বিধায়কের প্রচেষ্টায় ৩ বছর আগে শহরে বৈদ্যুতিক শ্মশান চুল্লি চালু হয়েছিল৷ গুজরাটের একটি কোম্পানি এসে লাগিয়ে দিয়ে গিয়েছিল চুল্লিটি৷ কিন্তু করোনার সময় অধিক ব্যবহারে বিকল হয়ে যায় চুল্লি ৷ এরপর ২য় বার গুজরাট থেকে কারিগর এসে চুল্লি ঠিক করে দেন৷ কিন্তু সেবারও বেশি দিন চলেনি৷ পুনরায় চুল্লি বিকল হয়ে যায়৷ এরপর থেকে টানা ২ বছর পরিত্যক্ত অবস্থায় থাকে বৈদ্যুতিক চুল্লিটি৷ লাকড়ি দিয়েই মৃতদেহ দাহ করা হতো ব্রজেন্দ্র রোড শ্মশানে৷

শুক্রবার ফের গুজরাট থেকে আগত কারিগর নিয়ে শ্মশানে হাজির হন কমলাক্ষ৷ ঠিক করা হয় চুল্লিটি৷ কমলাক্ষ বলেন, এই শেষবারের মতো কারিগর এসেছেন৷ চুল্লি বিকল হলে কোম্পানি আর কারিগর পাঠাবে না৷ সম্প্রতি কলকাতা গিয়ে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন তিনি৷ কোম্পানি তাদের কারিগর পাঠিয়েছে৷ তবে আগামীতে আর কাউকে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে৷ চুল্লিটি করিমগঞ্জবাসীর সম্পদ৷ এটিকে দেখভাল করতে হবে৷ আমি পৌরসভা ও উন্নয়ন পর্ষদের সঙ্গে কথা বলবো৷ এমনকি জেলাশাসকের সঙ্গেও আলোচনা করবেন বলে জানান বিধায়ক৷

তিনি বলেন, আগে বিদ্যুৎ দিয়ে চুল্লি চালানো হতো৷ এতে প্রচুর টাকা বিল আসত৷ এখন জেনারেটর দিয়ে চলবে চুল্লিটি৷ প্রথমবার জেনারেটরে ১২৫ লিটারে মতো তেল লাগবে৷ কিন্তু চুল্লি একটানা ২/৩ দিন পর্যন্ত গরম থাকবে৷ পরেরবার ২৫ লিটার তেল দিয়েই জেনারেটরটি চালানো সম্ভব হবে৷ তবে এই চুল্লিটির দেখভাল না করলে আর ঠিক করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷

Show More

Related Articles

Back to top button