বিকশিত ভারত সংকল্প যাত্রার দু’টি অনুষ্ঠান করিমগঞ্জে
করিমগঞ্জ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন জনহিতকর প্রকল্প নিয়ে সারা দেশে আয়োজিত হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা৷ বুধবার করিমগঞ্জ পৌরসভার উদ্যোগে দু’টি অনুষ্ঠান আয়োজিত হয়৷ ১ম অনুষ্ঠানটি শহরের পাবলিক স্কুলের খেলার মাঠে আয়োজিত হয়৷ অন্যটি অনুষ্ঠিত হয় শহরের গঙ্গা ভাণ্ডারের সামনে৷
এতে অংশ নিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মানুষের জন্য সবসময় চিন্তা করেন নরেন্দ্র মোদি৷ তাঁর চেষ্টায় দেশের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন৷ সবার সামনে প্রকল্পের কথা তুলে ধরার ক্ষমতা দেখিয়েছেন৷ সরাসরি মানুষের Bank Account-এ টাকা দেওয়া হচ্ছে৷ এতে দুর্নীতি অনেক মাত্রায় কমে গেছে৷ বিগত দিনে মানুষের কাছে সরকারি প্রকল্প সঠিকভাবে পৌঁছয় নি৷ আজকের দিনে কৃষক সম্মান নিধি সহ কেন্দ্র সরকারের অনেক প্রকল্পে লাভবান হচ্ছেন মানুষ৷
জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব তাঁর বক্তব্যে করিমগঞ্জে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন প্রকল্পে মানুষ যেভাবে উপকৃত হয়েছেন, সে ব্যাপারে বিস্তারিত জানান৷ স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক রূপক মজুমদার৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ASTC chairman মিশনরঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব৷ এদিন বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে চেক তুলে দেওয়া হয়৷