Barak Valley

বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড পাথারকান্দি

করিমগঞ্জ : চৈত্র মাসের ঝড়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিভিন্ন স্থানে বসতবাড়ি সহ দেবালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ধেয়ে আসা বিধ্বংসী ঝড়ে কাঠালতলির মাড়ুয়াগাঁও, ডেঙ্গারবন্দ, হাতিখিরা, চান্দখিরা, সলগই, বৈঠাখাল, ইচাবিল, ঝেরঝেরি জিপির উত্তর মাগুরা সহ বিভিন্ন স্থানের বহু বসতবাড়ি ভূপতিত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক গাছপালাও ভেঙে পড়েছে৷ গৃহহারাও হয়েছেন অনেকে৷ স্থানে স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় গোটা এলাকা অন্ধকারে ডুবে গেছে৷ তবে হতাহতের কোনও খবর নেই৷

Show More

Related Articles

Back to top button