বিগ বাজেটের হনুমান পুজো উদ্বোধন করলেন মিশনের মহারাজ
করিমগঞ্জ : সমাজকে দিশা দেখাতে সময়ে সময়ে আবির্ভাব হয়েছে অবতারদের৷ এদের মধ্যে একজন শ্রীরাম৷ যেখানেই ভগবান রামের আরাধনা হয় সেখানেই মহাবীর বিরাজমান থাকেন৷ সোমবার টাউন ক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রীরাম ও হনুমান পূজার সূচনা করে এমন মন্তব্য করলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ৷
এবার ২য় বছরের মতো হনুমান পূজার আয়োজন করেছে টাউন ক্লাব৷ ১ম বারের মতো হনুমানের সঙ্গে রাম পূজারও আয়োজন করা হয়েছে৷ প্রায় ১৪ ফুট উঁচু রামের সঙ্গে ৬ ফুট উঁচু হনুমানের মূর্তি গড়েছে প্রতিমা শিল্পালয়৷ সোমবার সন্ধ্যা ৭টায় ফিতা কেটে মূর্তির উন্মোচন করেছেন প্রভাসানন্দ মহারাজ৷ তাকে উত্তরীয় দিয়ে বরণ করেন সভাপতি বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কৃষ্ণেন্দু৷ তিনি ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরেন৷
এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বরূপ ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য প্রমুখ৷ মূর্তি উন্মোচনের সময় ছিলেন মুন স্বর্ণকার, অমরেশ রায়, কৃষ্ণ দাস, সুখেন্দু দাস, বর্ণালী দত্ত, ছন্দা রায় সিং, পার্থপ্রতিম নাথ সহ অন্যরা৷ সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন স্বামী প্রভাসানন্দ মহারাজ৷ তিনি ভগবান শ্রীরামের জীবন নিয়ে আলোচনা করেন৷
এবারের পুজো কমিটির সভাপতি পদে রয়েছেন মনোজিৎ চক্রবর্তী ও সম্পাদক পদে রাতুল দত্ত৷ এর আগে স্বাগত ভাষণ রাখেন ক্লাবের সম্পাদক পৃথ্বীরাজ পাল৷ মঙ্গলবার অনুষ্ঠিত হবে পুজো৷ বুধবার শহরবাসীর দর্শনের জন্য মূর্তি রাখা হবে মণ্ডপে৷ বৃহস্পতিবার নিরঞ্জন করা হবে মূর্তি৷