Barak Valley
বিজেপিতে যোগ দিলেন সরিষা-চরাকুরি জিপির উপ-সভাপতি
করিমগঞ্জ : কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলেন সরিষা-চরাকুরি জিপির উপ-সভাপতি বিমল নমশুদ্র৷ তাঁর সঙ্গে বিজেপিতে আরো ৪ জন৷ বুধবার জেলা বিজেপি কার্যালয়ে এসে আনুষ্ঠানিক ভাবে তাঁরা বিজেপিতে যোগ দেন৷ যোগ দেন আরো ৪ জন৷ এদিন তাঁদের বরণ করেন উত্তর করিমগঞ্জ বিজেপির মণ্ডল সভাপতি পাপলু দেব৷
গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জিপির ১০ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিমল নমশুদ্র৷ তবে জয়ী হওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন৷ যদিও জিপি সভাপতির সক্রিয়তায় কংগ্রেস ছেড়ে বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন বিমলবাবু৷