বিজেপির কেন্দ্র ভিত্তিক হিতাধিকারী সম্মেলনে রাজ্য সরকারের উন্নয়নের জয়জয়কার বিধায়ক বিজয়ের
নিভিয়া ও রামকৃষ্ণনগর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের ৯ বছর পূর্তি উপলক্ষে একমাসব্যাপী মহাজনসম্পর্ক অভিযান কার্যক্রমকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ শুক্রবার রাতাবাড়ির লালছড়া নাচঘরে হিতাধিকারী সম্মিলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বিধায়ক বিজয় মালাকার কেন্দ্রীয় সরকারের ৯ বছর ও হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ২ বছরের জনহিতকর প্রকল্পের খতিয়ান তুলে ধরেন৷
বিধায়ক বলেন, রাজ্যের ১ নং সংরক্ষিত আসন ছিল রাতাবাড়ি৷ কিন্তু রাতাবাড়ির উন্নয়ন কিছুই হয়নি৷ কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আসার পর রাতাবাড়ির যে উন্নয়ন হয়েছে তা বলেন৷ তিনি বলেন, বর্তমানে রাতাবাড়ির রাস্তাঘাটের উন্নতি হয়েছে, মেডিক্যাল কলেজ হচ্ছে, বেশ কয়েকটি মডেল কলেজ প্রতিষ্ঠা হচ্ছে, শনবিলকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন৷ আগামী ৫ বছরের মধ্যেই রাতাবাড়ির জ্বলন্ত সমস্যাগুলো সিংহভাগ সমাধান হয়ে যাবে৷
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন দুল্লভছড়া মন্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়,জেলা বিজেপি সহ-সভাপতি উমাশঙ্কর বানিয়া, করিমগঞ্জ তপঃশীল বোর্ডের অধ্যক্ষ কৃষ্ণ দাস, রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, দলের বরিষ্ঠ কার্যকর্তা ড. চন্দ্র শেখর পান্ডে,অবিসি মোর্চার জেলা সভাপতি গোপীমোহন নাথ, জেলা সাধারণ সম্পাদক প্রণব মুখার্জী,জেলা বিজেপি কার্যকরী সদস্য তথা লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, দুল্লাভছড়া জিপি সভাপতি দেবকুমার কুর্মি, ভেটারবন্দ জিপি সভাপতি হেমচন্দ্র সিনহা, দুল্লাভছড়া মন্ডল ওবিসি মোর্চার সভাপতি বিমল নাথ, মন্ডল উপ-সভাপতি শ্যামকুমার সিনহা, সাধারন সম্পাদক নরোত্তম সিনহা, সকল মোর্চার সভাপতি, সম্পাদক সহ দলীয় কার্যকর্তাবৃন্দ ও সমষ্টির বিভিন্ন হিতাধিকারীগন প্রমুখ।