বিজেপির জয়ে সন্তোষ, বিজয় মিছিল থেকে বিরত থাকার আহ্বান কৃষ্ণেন্দুর
পাথারকান্দি : করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কৃপানাথ মালাকে প্রত্যাশামতো জিতিয়ে নিতে পেরে অত্যন্ত খুশি পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ দলের কর্মকর্তারা৷ ফল প্রকাশের পর বুধবার প্রথমবারের মতো পাথারকান্দির দলীয় কার্যালয়ে এসে দলের কর্মীদের প্রতি এ মুহূর্তে বিজয় মিছিল থেকে নিজেদের বিরত রাখতে অনুরোধ জানান স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ তিনি দলের নেতা-কর্মীদের বলেন, বিজয় মিছিল করার যথেষ্ট সময় রয়েছে হাতে৷ এদিন বিধায়ক মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে এক এক করে দলীয় কর্মকর্তাদের মিষ্টিমুখ করিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ তিনি এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রটি জিতিয়ে আনা সত্যিকারের কঠিন চ্যালেঞ্জ ছিল৷ কিন্তু রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে এই অসাধ্য সাধন হয়েছে৷ এই কেন্দ্রের জনগণ যেভাবে জাতপাতের রাজনীতি থেকে দূরে সরে উন্নয়নের নিরিখে উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন সেজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান৷ উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া ও পাথারকান্দি ব্লক মণ্ডল বিজেপি সভাপতি হৃষিকেশ নন্দী ও শশীবাবু সিনহা, কৃষ্ণ দাস, সঞ্জীব দেবনাথ, শান্তিলাল সিনহা প্রমুখ৷