বিজেপি প্রতিশ্রুতি মতো কাজ করে : মিশন
করিমগঞ্জ : বিজেপি প্রতিশ্রুতি মতো কাজ করে যার প্রমাণ কাশ্মীর থেকে ৩৭০ উঠিয়ে নেওয়া, তিন তালাক, রাম মন্দির এমন অনেক জনমুখি সিদ্ধান্ত নিয়ে সরকার প্রমাণ করলো দেশের সাধারণ মানুষের সাথে আছে৷ আগামী দিনে এই সরকার মানুষের উন্নয়নের জন্য আরও অনেক জনমুখি প্রকল্প নেবে৷ আজ দুল্লভছড়া মণ্ডল বিজেপির কার্যকরি সমিতির সভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন ASTC chairman মিশন রঞ্জন দাস৷ তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে প্রার্থী যে কেউ হোক না কেন করিমগঞ্জ কেন্দ্র গেরুয়া শিবিরের দখলে যাবে এবং কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার হবে৷ কারণ গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে উন্নয়ন বৃদ্ধি পেয়েছে৷ ভারত অর্থনৈতিক ভাবে গোটা বিশ্বের কিছু উন্নতশীল দেশকে পিছিয়ে অগ্রগতি লাভ করেছে৷ আগামী ৫ বছরে বিশ্বগুরু হবে ভারত৷
বলেন, দেশের সঙ্গে রাজ্যের উন্নয়নে জোয়ার এসেছে৷ বিশেষ করে সাধারণ মানুষের কথা ভাবছে সরকার৷ অরুণোদয় প্রকল্প আগামীতে আরও বৃদ্ধি পাবে৷ রাজ্য সরকার প্রস্তাবিত রাতাবাড়িতে মেডিক্যাল কলেজ, কৃষিবিজ্ঞান কলেজ সহ ৫টি জল প্রকল্প সহ নানা উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে৷ উন্নয়নমূলক প্রকল্পে সবাই সমানভাবে অন্তভুক্ত হয়েছেন৷ PMAY থেকে আয়ুষ কার্ড, বিনামূল্যে রেশন, অরুণোদয়, রেশন কার্ড সহ নানা প্রকল্পের অংশীদার হিন্দু-মুসলমান সবাই৷ এসব ক্ষেত্রে ধর্ম ভেদাভেদ দেখা হয়নি৷ তাছাড়া বিজেপির ১০ বছরের শাসনকালে কোথাও দাঙ্গা হয়নি, মানুষ শান্তিতে আছেন৷