বিদ্যুতের সংস্পর্শে পাথারকান্দিতে মৃত এক
পাথারকান্দি : স্বগৃহে বিদ্যুত্ লাইনের সংস্পর্শে এসে বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম গোবিন্দ সিনহা। বাড়ি পাথারকান্দি থানাথীন বিলবাড়ি গ্রামে।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে গোবিন্দ সিনহা নিজের ঘরে বিদ্যুতের বোর্ডে সুইচ দিতে গেলে ঘটে বিপত্তি। বিদ্যুতের শর্টসার্কিট হয়ে গেলে তিনি তড়িদাহত হয়ে মাটিতে লুটে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁকে তড়িঘড়ি পাথারকান্দি সামূহিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিত্সক গোবিন্দবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই খবর শুনে হাসপাতালে ছুটে যান বিজেপির বিভিন্ন পদমর্যাদার কার্যকর্তা। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানা থেকে পুলিশ গিয়ে গোবিন্দ সিনহার মৃতদেহটি ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। গোবিন্দবাবু স্ত্রী, এক পুত্র ও কন্যা রেখে মৃত্যুবরণ করেছেন। তাঁর অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।