বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগের বিরুদ্ধে প্রতিবাদ গুয়াহাটিতে
গুয়াহাটি : বিদ্যুৎ গ্রাহক স্বার্থবিরোধী Prepaid Smart Meter, বিদ্যুৎ সংশুধোনী বিল, বেসরকারীকরণ ও বিদ্যুতের মাশুল বৃদ্ধির বিরুদ্ধে সর্বভারতীয় বিদ্যুৎ গ্রাহক সমিতির আহ্বানে মঙ্গলবার সমগ্র দেশের সঙ্গে গুয়াহাটিতেও প্রতিবাদ দিবস পালন করা হয়৷ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উলুবাড়িস্থিত ভলভো পয়েন্টে অর্ধশতাধিক গ্রাহক হাতে হাতে দাবি সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন নিয়ে ‘বিদ্যুতের মাশুল বৃদ্ধি বন্ধ কর’, ‘বেসরকারিকরণের চক্রান্ত বন্ধ কর’, ‘Prepaid Smart Meter বাতিল কর’, ‘বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার কর’ ইত্যাদি স্লোগানে প্রতিবাদস্থল মুখরিত করে তুলে৷ সেখানে উপস্থিত জনতার সামনে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক অজয় আচার্য ও হিল্লোল ভট্টাচার্যের স্বাক্ষরিত ৪ দফা দাবি সম্বলিত ১টি স্মারকপত্র কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়৷