Assam

‘বিদ্যুৎ বিল বাঁচাতে গাছ তলায় দাঁড়ান’ — মন্তব্য থেকে সরছেন না বিশ্বজিৎ

গুয়াহাটি : নিজের মন্তব্য থেকে সরছেন না বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি৷ বিদ্যুতের মাশুল বৃদ্ধি সম্পর্কে তিনি বলেছিলেন বিদ্যুৎ ব্যবহার কম করলেই হয়৷

গাছের তলায় বা উপরে থাকলেও হয়৷ এতে বিদ্যুৎ সাশ্রয় হবে৷ মানুষকে আর বেশি টাকা বিল দিতে হবে না৷ তার এই মন্তব্য নিয়ে গত দুদিন থেকে রাজ্য রাজনীতি তোলপাড়৷ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ স্পিকারের বাড়ির সামনে গাছের তলায় বসে প্রতিবাদ জানান৷ মিডিয়াতে ট্রল হতে থাকে তারই বক্তব্য৷

আজ নিয়ে বিশ্বজিৎ দৈমারি বলেন, তিনি গ্রামের ছেলে উপজাতি মানুষ তিনি তার এলাকার মানুষের কথা চিন্তা করে এই মন্তব্য করেছিলেন৷ কথা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন৷ এ নিয়ে বিতর্কের কি আছে তিনি বুঝতে পারছেন না৷ তিনি বলেন, কেউ যদি বিতর্ক তুলতে চান তুলুন তাতে তার কোন আপত্তি নেই৷ তিনি তার মন্তব্যে অটল আছেন বলে জানান৷

Show More

Related Articles

Back to top button