Barak Valley

বিধায়ক আজিজ তনয়ের হাত ধরে ভাঙ্গা স্টেশন রোডের সংস্কার কাজের সূচনা

ভাঙ্গা : বদরপুর বিধানসভা কেন্দ্রের ভাঙ্গা স্টেশন রোডটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত পড়েছিল৷ এনিয়ে বাজার কমিটি সহ স্থানীয় জনগণ বারবার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন৷ এরই প্রেক্ষিতে শনিবার মুখ্যমন্ত্রী পকিপথ যোজনার অধীনে ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ভাঙ্গা স্টেশন রোডের কাজের সূচনা হল৷ বিধায়ক পুত্র জাবেদ জামান রাজা রাস্তাটির সংস্কার কাজের শিলান্যাস করেন৷ এদিন ওই রাস্তার কাজের শিলান্যাস করে বিধায়ক তনয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি আজ পূরণ হতে চলেছে৷ এই রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিনের ধরে জনগণ অনেক ধরণা, বিক্ষোভ প্রদর্শন তথা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছিলেন৷ অবশেষে দীর্ঘদিন পর এলাকার জনগণের দাবি বাস্তবায়ন হতে চলেছে৷ মোট ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে কাজের বরাত পেয়েছেন করিমগঞ্জের ঠিকাদার পাল৷ এদিন শিলান্যাস অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পুত্র জাভেদ জামান রাজা, সুলতান চৌধুরী, AIUDF নেতা সাব্বির হুসেন, কামরুল ইসলাম সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button