Barak Valley

বিধায়ক বিজয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন রাতাবাড়ির কংগ্রেস কর্মীরা

বিজেপির উন্নয়নের গ্রাফ ঊর্ধ্বমুখী, দলও শৃঙ্খলাবদ্ধ : বিধায়ক বিজয়

রামকৃষ্ণনগর : রাতাবাড়ি কংগ্রেসেও নামল ধস৷ বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে রাতাবাড়ির বেশ কয়েকজন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেছেন৷ এর মধ্যে রয়েছেন দুল্লভছড়া মণ্ডর কংগ্রেস কমিটির সভাপতিও৷ ফলে প্রায় কংগ্রেস শূন্য হতে চলেছে রাতাবাড়ি৷ রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র গঠিত হওয়ার পর থেকে প্রায় দু’শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে চলতে থাকা উন্নয়নমূলক কাজ এবং বিজেপি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করেন৷

বিজেপি একমাত্র সংগঠন যেখানে নতুন-পুরোনোর ভেদাভেদ নেই৷ যারা ভাল কর্মী, তাঁদের আরও বেশি ক্ষমতা দেওয়া হয়৷ সংগঠন কিংবা অন্য ক্ষেত্রে৷

শুক্রবার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের বাসভবনে দুল্লভছড়া মণ্ডল কমিটির সভাপতি প্রদীপ তেলী, সাধারণ সম্পাদক বিমল বারি ও মজিদ মিয়া সহ অর্ধশতাধিক কংগ্রেস কর্মী দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন৷ নবাগতদের দলে স্বাগত জানিয়ে বিজেপির নীতি-আদর্শ মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার৷ এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুল্লভছড়া বিজেপির মণ্ডল সভাপতি জিতেন্দ্রলাল রায়, সহ-সভাপতি শ্যামকুমার সিনহা ও জয়কিশোর কৈরী, মণ্ডল সাধারণ সম্পাদক প্রণব মুখার্জী ও চন্দন ভর, ওবিসি মোর্চা মণ্ডল সভাপতি বিমল নাথ, সহ-সভাপতি অশোক ভর, দুল্লভছড়া মণ্ডলের কোষাধ্যক্ষ সঞ্জয় দে, মণ্ডল সম্পাদক হেনয় নাথ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button