বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে রামকৃষ্ণনগরে চক্ষু পরীক্ষা শিবির
একদিনের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রামকৃষ্ণনগরে৷ মঙ্গলবার অনুষ্ঠিত এই শিবিরে মোট ১৯৭ রোগীর চোখ পরীক্ষা করেন বেঙ্গালুরু থেকে আগত খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞরা৷ এদিন রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন ডা. সাজন, ডা. তেজশ, ডা. ভীমাআপ্পা, ডা. মৌনিশ এবং ডা. নিখিত৷ করিমগঞ্জের ডিডিআরসি এবং সক্ষমের উদ্যোগে এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের ব্যবস্থাপনায় চিকিৎসকরা বেঙ্গালুরুর অলোকা ভিশন এনজিও থেকে আসেন৷ শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির কর্মকর্তারা৷ শিবির আয়োজিত হওয়ায় মন্ডল বিজেপি সভাপতি হীরেশ বিশ্বাস করিমগঞ্জের এনজিও কর্তাদের ধন্যবাদ জানান৷
রামকৃষ্ণনগর : রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে মঙ্গলবার রামকৃষ্ণনগরে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ রামকৃষ্ণনগর SBI bank সংলগ্ন এক বিবাহ ভবনে ওই চক্ষু শিবির আয়োজন করা হয়৷ বেঙ্গালুরুর অলোকা ভিশন প্রোগাম-র সহযোগিতায় ও করিমগঞ্জ DDRC এবং সক্ষম NGO-র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শিবির পরিচালনা করে রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি৷
এদিন সকাল ১১টায় শুরু হয় ওই শিবির৷ সকাল থেকেই রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে নাম নথিভুক্ত করেন৷ শিবিরের জন্য প্রায় তিন শতাধিক নাম পঞ্জিকরণ করা হলেও শেষ অবধি ২৬০ জনের চক্ষু পরীক্ষা করা হয়৷ শিবিরে বেঙ্গালুরু থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ রোগীদের চক্ষু পরীক্ষা করেন৷
রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়, বিধায়কের প্রচেষ্ঠায় ওই শিবিরের আয়োজন করা হয়েছে৷ বিধায়কের এই মহৎ পদক্ষেপ এলাকাবাসী খুশি ব্যক্ত করেছেন৷ এছাড়া বিধায়ক বিজয়ের রাজনৈতিক ভবিষ্যতের পাশাপাশি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন৷ শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সভাপতি হীরেশ বিশ্বাস, সহ-সভাপতি শ্রীনিভাস পাল এবং বিশ্বতোষ সেন সহ বিজেপির বিভিন্নস্তরের কর্মকর্তারা৷