Barak Valley
বিনা অনুমতিতে টিকিট বিক্রি, গ্রেফতার যুবক
করিমগঞ্জ : অনুমতি না নিয়ে রেলের টিকিট অনলাইনে কেটে তারপর বিক্রি করার দায়ে করিমগঞ্জে আটক করা হয়েছে এক যুবককে৷ তার নাম বেবুল আহমদ, বাড়ি শহরের হাদারগ্রামে৷ বেবুলের ডাক বাংলা রোডে একটি দোকান রয়েছে৷ সেখান থেকে বদরপুর আরপিএফ তাকে আটক করে৷ দিল্লি থেকে আসা একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে বেবুলের বিরুদ্ধে পদক্ষেপ নেয় বদরপুর আরপিএফ৷ বৃহস্পতিবার শিলচর আদালতে তোলা হয় তাকে৷