Barak Valley
বিপিন পাল সভাস্থলে বইমেলা
শিলচর পিএনসি ১৫ মে – অন্যান্য বছরের ন্যায় এবারও শিলচর বই মেলা বিপিন পাল সভা স্থলে অনুষ্ঠিত হবে। শিলচরে বুধবার এক সভায় বিশিষ্ট সাংবাদিক ও ব ই মেলা কমিটির চেয়ারম্যান হারাণ দে এ তথ্য প্রকাশ করেন এবং বলেন যে মেলা শুরু হবে আগামী ২০ নভেম্বর। তিনি এই মেলা পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।