Barak Valley
বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর ভারত মাতার পূজন
করিমগঞ্জ : করিমগঞ্জ বিসর্জন ঘাটে সমর্থ ভারত পর্বের অন্তর্গত ভারত মাতার পূজা করল বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ নগরস্থান৷ দু’জন শিল্পী ভারতবর্ষের মানচিত্র আবির দিয়ে অঙ্কন করেন, আর সব কার্যকর্তা সহ শিল্পীরা মানচিত্রের চতুর্দিকে প্রদীপ প্রজ্বলন করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নগরপ্রমুখ ড. তনুশ্রী ঘোষ৷ অনুষ্ঠানে গৌতম দেবও সমর্থ ভারত নিয়ে বিস্তৃত আলোচনা করেন৷
এদিন ভারত মাতা ও স্বামী বিবেকানন্দ সেজেছিলেন যথাক্রমে নবনীতা নাগ ও দেবরাজ নাগ৷ বিষ্ণুপদ নাগের সহযোগিতায় উদ্বোধনী সঙ্গীতে ছিলেন প্রিয়া ঘোষ, হিমাদ্রি শেখর দাস, স্বাগতা চক্রবর্তী, দেবস্মিতা দাস, মৌসুমী দাস, স্নেহা পাল, লোপা কর্মকার প্রমুখ৷ ভারত মাতার পূজার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে সংঘের কর্মকর্তা নর্মদা চক্রবর্তী বলেন, এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়৷