বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিলচরে পালিত আসাম ক্যানসার কেয়ার ফাউন্ডেশন দিবস

শিলচর : শিলচরে নবনির্মিত ক্যানসার কেয়ার সেন্টারে আসাম ক্যানসার কেয়ার ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। আজ রবিবার এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা ব্রেস্ট ক্যানসারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য পেশ করেছেন। ব্রেস্ট ক্যানসারের বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে নবপ্রজন্ম এবং সমাজের উদ্দেশ্যে ব্রেস্ট ক্যানসারর বিভিন্ন চিত্র তুলে ধরে নাটক পরিবেশন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধীক্ষক ডা. বিশ্বজিৎ ঘোষ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, রাহুল বোস সহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, এই হাসপাতালটি গত ১ মার্চ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হাতে উদ্বোধিত হয়েছিল। বর্তমানে হাসপাতালে মোট ১৩৩ জন রোগী রয়েছেন। তার মধ্যে ২৬ জন রয়েছেন ক্যামোথ্যারাপি বিভাগে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, সৌমিত্র দত্তরায়, পল্লবিতা শর্মা প্রমুখ।