Barak Valley

বিভিন্ন দাবি নিয়ে হিমন্তকে স্মারকপত্র বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির

করিমগঞ্জ : বাংলাকে অসমের সহকারী ভাষার স্বীকৃতি, ডি ভোটার ব্যবস্থা বাতিল, শিলচর রেল স্টেশনকে ভাষা শহিদ স্টেশনের নাম দেওয়া সহ মোট ১২ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি৷ সোমবার ডিসি’র মাধ্যমে এই স্মারকপত্র পেশ করেছেন সমিতির কর্মকর্তারা৷

সোমবার সমিতির তরফে শিবানী বিশ্বাস, স্বপন বণিক, নন্দন কুমার নাথ, দেবজ্যোতি চক্রবর্তী প্রমুখ দেখা করেন জেলা কমিশনারের সঙ্গে৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেন দাবি সংবলিত স্মারকপত্র৷ পরে তাঁরা বলেন, আসামে ভাষা আইন লঙ্ঘন করা হচ্ছে৷ বরাকে সরকারি ভাষা বাংলা হওয়ার পরও কৌশলে অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ অথচ বাংলাকে অসমের সহকারী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি রয়েছে৷

শুধু তা নয় ডি ভোটার নোটিশ পাঠিয়ে বাঙালিদের হয়রান করা হচ্ছে৷ উল্টে NRC থেকে বঞ্চিতদের নাম অন্তর্ভুক্তির আবেদন প্রক্রিয়া কোনও এক অজানা কারণে শুরু করা হয়নি৷ অথচ, আদালতে NRC-র তালিকা প্রস্তত করা হয়েছে৷ কিন্তু এরপরও সরকারের গুরুত্ব না দেওয়াটা আদালত অবমাননার শামিল৷ তারপরও Biometric Lock-র জন্য প্রায় ২৭ লক্ষ লোক আধার কার্ড তৈরি করতে পারছেন না৷ নাগরিকত্ব সমস্যা স্থগিত রেখে ডি ভোটার সমস্যাও ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে৷

ক্ষোভের সুরে সুরক্ষা সমিতির প্রতিনিধিরা এও বলেন, জনসংখ্যার ভিত্তিতে বিধানসভা কেন্দ্র বৃদ্ধি হওয়ার কথা থাকলেও উল্টো দুটি আসন কমিয়ে দেওয়া হয়েছে৷ স্থানীয়দের ৩য় ও ৪র্থ শ্রেণির চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে৷ বলতে গেলে প্রতিটি ক্ষেত্রেই বরাকবাসীকে কোণঠাসা করে রাখার প্রয়াস চলছে, মা মোটেই বরদাস্ত করা যায় না৷

বাংলাকে সহকারি ভাষার স্বীকৃতি, ভাষা আইন কার্যকর করা, NRC থেকে বাদ পড়াদের নাম অন্তর্ভুক্ত করা, ডি ভোটার ব্যবস্থা বাতিল, ভাষা শহিদদের সরকারি মর্যাদা দেওয়া, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা কেন্দ্র বরাকের ৩ জেলায় দেওয়া এ সব মুখ্য দাবি শীঘ্রই পূরণের পক্ষে একসুরে আওয়াজ তুলে সমিতি৷

Show More

Related Articles

Back to top button