Barak ValleyBusiness

বিভ্রান্তিকর পোস্টারকে ঘিরে আতঙ্ক

শিলচর : বিভ্রান্তিকর কিছু পোস্টারকে ঘিরে বুধবার রাতে শিলচর শহরে সৃষ্টি হয় আতঙ্কের৷ জানা গেছে, ইংরেজি ও বাংলা হরফ মিলিয়ে লেখা এসব পোস্টার শহরের বিভিন্ন এলাকায় দেওয়ালে দেওয়ালে দেখা যায়৷ এসব পোস্টার দেখে অন্য কিছু ভেবে সতর্ক হয়ে উঠে পুলিশ৷ খোদ পুলিশ সুপার সহ বিভিন্ন স্তরের পুলিশকর্মীরা নেমে পড়েন ময়দানে৷ আটক করা হয় ৬ জনকে৷ যদিও এদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চমক সৃষ্টি করে একটি কাপড়ের কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে শহরবাসীকে জানান দিতে এমন পোস্টার সাঁটা হয়েছিল দেওয়ালে৷ ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর ৬ জনকে ছেড়ে দেওয়া হয়৷ তবে ছাড়ার আগে এমন কিছু করতে গেলে আগেভাগে পুলিশকে জানানোর জন্য সতর্কও করে দেওয়া হয় তাদের৷

Show More

Related Articles

Back to top button